পেশাগত তথ্য> পোস্টডক কি এবং কোথায় পোস্টডক ফেলোশিপ/স্কলারশিপ পাবো?

মোহাম্মাদ রেজাউল ইসলাম, PhD

গবেষণাতে PhD এর পরের training এর ধাপটির নাম Postdoc. PhD এর মত Postdoc এ কোন নির্দিষ্ট সময় নেই গবেষণার এই ধাপে। সাধারণত ২-৫ বছরের একটি সময় লাগে এই পর্যায়ে। বেশী সময় ও লাগতে পারে। মোটামুটি এই সময়টা নির্ধারণ হয় পরবর্তীতে আপনি কি করতে চান তার উপর এবং কোন বিষয়ে কাজ তার উপর। মোটা দাগে প্রফেসর হতে চাইলে একটু বেশী সময় লাগে, না চাইলে কম সময় লাগে।

Postdoc training এর শুরুতে অথবা শেষে বিভিন্ন ধরনের স্কলারশিপে আবেদনের সুযোগ থাকে যেগুলি পেলে পরবর্তীতে বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সুযোগ পেতে সুবিধা করে দেয় আর অন্যান্য স্কলারশিপ অথবা গ্রান্ট পেতে সাহায্য করে।

এমন ই কিছু স্কলারশিপ এর নাম এবং সেগুলির ওয়েবসাইট এর তথ্য নিচের লিঙ্ক টিতে দেয়া হল

https://docs.google.com/.../1zWdFcB-vzoM0eS.../edit...

উল্লেখ্য Postdoc করতে এই স্কলারশিপ পেতেই হবে এমনটি নয়, পেলে অন্যদের থেকে আপনার প্রোফাইল আলাদা হবে।






Previous
Previous

পেশাগত তথ্য>সীমাহীন জীববিদ্যা গবেষণা অর্থায়ন – বিশ্বব্যাপী গবেষকদের জন্য তহবিল