পেশাগত তথ্য>সীমাহীন জীববিদ্যা গবেষণা অর্থায়ন – বিশ্বব্যাপী গবেষকদের জন্য তহবিল
জৈব-চিকিৎসাবিষয়ক গবেষণার অনুদানদাতারা: সীমানাহীন সুযোগ
যখন আমরা জৈব-চিকিৎসাবিষয়ক গবেষণার অনুদানদাতাদের কথা ভাবি, তখন সাধারণত আমাদের মনে পড়ে বড় বড় সরকারি সংস্থাগুলোর কথা, যেমন: মার্কিন যুক্তরাষ্ট্রের NIH, ইউরোপীয় কমিশন, বা যুক্তরাজ্যের Medical Research Council (MRC)। আমরা জানি, বেশিরভাগ সরকারি অনুদানদাতারা শুধুমাত্র তাদের দেশের গবেষকদের অনুদান দিয়ে থাকে, এবং অনেক সময় নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দার অধিকার থাকা ব্যক্তিদের মধ্যেই এই অনুদান সীমাবদ্ধ থাকে।
কিন্তু ব্যক্তিগত দাতব্য সংস্থাগুলো এই নিয়মে বাঁধা নয়। তাদের অধিক নমনীয়তা রয়েছে এবং তারা বিশ্বের যেকোনো দেশ থেকে আবেদন গ্রহণ করে থাকে।
মিশন-চালিত অনুদানদাতারা
এদের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং সত্যিকার অর্থে আন্তর্জাতিক অনুদানদাতারা হলেন “মিশন-চালিত” অনুদানদাতা। রোগ তো জাতীয় সীমানা মানে না—তাই এর বিরুদ্ধে লড়তেও দরকার বৈশ্বিক প্রতিভা। কিছু উদাহরণ:
The Marfan Foundation, Chordoma Foundation, Progeria Research Foundation, Misophonia Research Fund, Myrovlytis Trust, Cystic Fibrosis Foundation, Alpha-1 Foundation, Myasthenia Gravis Foundation of America, Angelman Syndrome Foundation, Scleroderma Foundation, Foundation for Prader-Willi Research, Jain Foundation, এবং CMT Research Foundation।
ক্যানসার গবেষণার জন্য অনুদান
ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক অনুদানের সুযোগ রয়েছে:
American Association for Cancer Research (AACR) এবং Conquer Cancer (ASCO Foundation) বিভিন্ন স্তরের গবেষকদের অনুদান দেয়।
Cancer Research Institute (CRI) ক্যানসার ইমিউনোথেরাপির জন্য বিশ্বব্যাপী গবেষকদের অনুদান দেয়।
বিশেষ ক্যানসারের জন্য, যেমন:
Osteosarcoma Institute, Melanoma Research Alliance (MRA), Melanoma Research Foundation (MRF),
The Leukemia and Lymphoma Society (LLS),
শিশুদের জন্য: St. Baldrick’s Foundation, A Kids’ Brain Tumor Cure Foundation।
শিশুস্বাস্থ্য: Thrasher Research Fund, Children’s Heart Foundation।
অটোইমিউন ও প্রদাহজনিত রোগ
Crohn’s & Colitis Foundation, National Psoriasis Foundation—বিশ্বব্যাপী গবেষকদের সহায়তা করে, বিশেষ করে যাঁরা গবেষণা জীবনের প্রারম্ভে রয়েছেন।
স্নায়ুবিজ্ঞান, স্নায়ুজনিত রোগ ও মানসিক স্বাস্থ্য
International Brain Research Organization (IBRO), American Brain Foundation, Michael J. Fox Foundation, Cure Parkinson’s, Autism Science Foundation, Association for Frontotemporal Degeneration (AFTD), Alzheimer’s Drug Discovery Foundation, BrightFocus Foundation ইত্যাদি প্রতিষ্ঠান গবেষকদের বিভিন্ন অনুদান দিয়ে থাকে।
পেশাগত জৈবচিকিৎসা সোসাইটি দ্বারা অনুদান
Society for Endocrinology (UK), American Urological Association, American Academy of Neurology (AAN), American Thoracic Society (ATS), American Society of Hematology (ASH), Microbiology Society (UK)—এইসব সংস্থাগুলোর সদস্যদের জন্য রয়েছে ট্রাভেল গ্রান্ট, সম্মেলন সহায়তা, ফান্ডিং, ফেলোশিপ ইত্যাদি।
বাণিজ্যিক প্রতিষ্ঠানের গবেষণা অনুদান
Eppendorf ও Science একত্রে দেয় Eppendorf & Science Prize for Neurobiology।
Thermo Fisher Scientific পণ্য সম্পর্কিত গবেষণায় অনুদান দেয়।
ওষুধ কোম্পানি যেমন:
Pfizer (Global Medical Grants),
Boehringer Ingelheim Fonds (MD/PhD ফেলোশিপ),
Merck (Germany)—ড্রাগ আবিষ্কার ও বায়োইলেকট্রনিকস সহ অন্যান্য ক্ষেত্রে অনুদান দেয়।