Two scholarships available under the Howlader Rising Stars Fellowship 2025 program

বাংলাদেশের তরুণদের জন্য Neuroscience নিয়ে কাজের এক নতুন সুযোগ!

Dr. Md. Rezaul Islam বহুদিন ধরে মস্তিষ্কের রোগ আর cognitive সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন শিশুদের neurodevelopmental সমস্যা থেকে শুরু করে বয়স বাড়ার সাথে আসা নানা মানসিক ও স্নায়বিক অসুস্থতা পর্যন্ত। তিনি এ বিষয়ে German Center for Neurodegenerative Diseases আর MIT তে গবেষণা করেছেন। তাঁর গবেষণা শুধু ল্যাবেই সীমাবদ্ধ না, তিনি সবসময় ভেবেছেন কিভাবে এগুলো ভবিষ্যতে বাংলাদেশে বিজ্ঞান ও চিকিৎসার উন্নয়নে কাজে লাগতে পারে।

এই ভাবনা থেকেই শুরু হয়েছে HOWLADER Rising Stars Fellowship 2025 Program। এটি শুধুমাত্র বাংলাদেশের ৩য় ও ৪র্থ বর্ষের (বা সমমানের সেমিস্টার) ছাত্রছাত্রীদের জন্য, যারা Computer Science, Chemical Engineering, Genetic Engineering, Microbiology বা যেকোনো Biological Sciences পড়ছে এবং ভবিষ্যতে Neuroscience নিয়ে কাজ করতে চায়।

Md Rezaul Islam বর্তমানে MIT তে Department of Brain and Cognitive Science এর EMBO Fellow হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেলোশিপে নির্বাচিত দুজন শিক্ষার্থী তার সাথে কাজ করার সুযোগ পাবেন এবং এক বছরের জন্য প্রতি মাসে ৪,০০০ টাকা সহায়তা পাবেন। পাশাপাশি থাকছে অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে দিকনির্দেশনা, ভবিষ্যতের পড়াশোনা ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা, আর গবেষণার সুযোগ যেখানে তাদের কাজ বড় জার্নালে প্রকাশিতও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং এক প্ল্যাটফর্ম যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা নিজেদেরকে সত্যিকারের ভবিষ্যতের neuroscience researcher হিসেবে গড়ে তুলতে পারবে।

Source: Beyond Stories | Short Stories

Next
Next

Presenting Poster at the 2025 Aging Brain Initiative Symposium: The Neuro-immune Axis and the Aging Brain